রামপুরহাটে ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। SIT গঠন করল রাজ্য সরকার সোমবার রাতে রামপুরহাটে বগতুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি-কে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও-কে। পাশাপাশি তদন্তের জন্য ৩ সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই তদন্তকারী দলে থাকছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ।
এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। থমথমে পরিবেশ গোটা গ্রামে সোমবার রাতের পর থেকেই আতঙ্কের চাদরে ঢাকা রয়েছে রামপুরহাটে বগতুই গ্রাম। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, একটি বাড়িতে সাতজনের দেহ উদ্ধার হয়েছে। তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি এবং ফরেন্সিক টিম। হেলিকপ্টারে রামপুরহাট যাচ্ছেন ফিরহাদ হাকিম (বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা), আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিত সিন্হা।
এদিকে, রামপুরহাটের এই ঘটনায় বিজেপি, তৃণমূলের মধ্যে শুরু হয়েছে জোর তরজা। একে অপরকে দায়ী করছেন নেতারা। তৃণমূল নেতা কুণাল ঘোষ ট্যুইট করে দাবি করেছেন, ‘দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না কি ষড়যন্ত্র, খতিয়ে দেখতে হবে’, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, গ্রাম্য বিবাদ।’
উল্লেখ্য, অগ্নিগর্ভ রামপুরহাট, ১০ টি বাড়িতে আগুন লেগে ১০ জনের মৃত্যু। সোমবার রাতে তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে খুনের পরই রামপুরহাটের বগতুই গ্রামের অন্তত আট থেকে দশটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। একটি বাড়িতেই সাতজন ছিল বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। এলাকায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
আর ও পড়ুন হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার
এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘তিন চারটে বাড়িতে আগুন লাগে। পুলিশ তদন্ত করছে। শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তারপর রাত থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। এরপর এত বড় অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই কলকাতা থেকে তদন্তকারী দল পাঠানো হচ্ছে রামপুরহাটের বগটুই গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে তদন্তে নেমেছে পুলিশ। এলাকা থমথমে। তৃণমূল নেতা খুনের ঘটনার সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।