রামপুরহাটে সচেতনতা শিবির, বিশেষ নজর অ-মূসলিম সংখ্যালঘুদের প্রতি। জেলা সমাহর্তা করণের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সচেতনতা শিবির, যা চলছে জেলাজুড়ে। উল্লেখ্য, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, মূলত সেইগুলো জনসাধারণের কাছে তুলে ধরতেই এই সচেতনতা শিবির। বুধবার রামপুরহাটে হয়ে গেল ঐ সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক জেলা আধিকারিক পিয়ালী মণ্ডল, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আমির খান,
ওয়াকফ পরিদর্শক সিশ মোহাম্মদ, শিক্ষা তত্ত্বাবধায়ক মোঃ ইমরান আলী, রামপুরহাট ১ নং ব্লকের জয়েন্ট বিডিও মহাশয়া ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমূখ। উপস্থিত ছিলেন জৈন, খ্রীস্টান সহ অ-মুসলিম সম্প্রদায়ের শ-খানেক সংখ্যালঘু মানুষ জন। শিবির শেষে উপস্থিত সকলেই যান রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে সংখ্যালঘু ছাত্রী আবাসে।
আরও পড়ুন – ভাষা সমস্যায় পথহারা তেলেঙ্গানার এক অসহায় ব্যক্তিকে ঘরে ফিরিয়ে নজীর
পরিদর্শণ করেন ও সেখানকার ছাত্রীদের সঙ্গে কথাও বলেন আধিকারিকরা। ইতিমধ্যে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় যাতে রাজ্য সরকারের প্রকল্প থেকে কোনরকম বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিম ব্যতিত অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু ধর্মালম্বীরা রয়েছেন, তাদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বীরভূমে এই ধরনের সংখ্যালঘুর সংখ্যা প্রায় হাজার পনেরো। এক্ষেত্রে জেলা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথাও বলছে ও সারেজমিনে সবকিছু খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।