বীরভূম – ভরসন্ধ্যায় আচমকাই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার প্রায় সন্ধ্যা ছ’টা নাগাদ চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর রামপুরহাট দমকল বিভাগে পৌঁছোতেই দ্রুত একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ হাসপাতালে হাজির হন রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস।
আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক অনুমান—শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। ঠিক কীভাবে রেস্ট রুমে আগুনের সূত্রপাত হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। হঠাৎ এই অগ্নিকাণ্ডে স্তব্ধ হাসপাতাল চত্বর, তবে দ্রুত দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।



















