উত্তর দিনাজপুর – উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় এলাকায় শনিবার রাতে ঘটে একটি মর্মান্তিক মোটর বাইক দুর্ঘটনায় রায়গঞ্জ আদালতের দুই প্রখ্যাত আইনজীবী শুভজিত সাহা (৩২) এবং বাপ্পাদিত্য বর্মন (৩৩) নিহত হন। নিহত শুভজিত সাহা রায়গঞ্জ শহরের বন্দরের বাসিন্দা এবং বাপ্পাদিত্য বর্মন হেমতাবাদে চৈনগর গ্রামের অধিবাসী। দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টার দিকে, যখন তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে মোটর বাইকে ময়না গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির ধাক্কায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ রায়গঞ্জ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জ শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং আইনজীবী সমাজ গভীর শোকাহত হয়েছে।
