উত্তর দিনাজপুর – ভোররাতে রায়গঞ্জ থেকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের পথে আসার সময় কাঁকসার ধোবারুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এক ভুট্টা বোঝাই লরি। দুর্ঘটনায় লরির চালক ও খালাসি অল্পবিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি রায়গঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে পানাগড়ের একটি কারখানায় যাচ্ছিল। দুর্ঘটনাস্থল পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে পড়েছে। চালকের দাবি, পাশ দিয়ে দ্রুতগামী অপর একটি লরি ওভারটেক করতে গিয়ে তাকে চেপে দেয়, যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার ধারে উল্টে যায়। বর্তমানে ভুট্টা খালাসের কাজ চলছে। পুরো বোঝা সরানো হলে লরিটিকে ক্রেন দিয়ে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।
