রায়নার বিধায়িকা শম্পা ধাড়ার গাড়ি দুঃঘটনার কবলে পড়ে, সামান্য আহত বিধায়িকা । কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে দুঘটনার কবলে পড়েন রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার গাড়ি। দুর্ঘটনায় বিধায়িকার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়িকা ও গাড়ির চালক। জানা যায়, ১৯নম্বর জাতীয় সড়কে হুগলির গুরাপের মহেশ্বরপুর এলাকায় ঘটনাটি ঘটে। যদিও দুজনেরই সামান্য আঘাত লেগেছে বলেই জানতে পারা গেছে।
দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বিধায়িকা কে উদ্ধার করে অন্য গাড়িতে বর্ধমান পাঠিয়েছে। শম্পা ধাড়া সাংবাদিককে বলেন, ’কলকাতা যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে আরো একটি গাড়ি যাচ্ছিল। গুরাপ পেরোনোর পর আচমকাই একটি ট্রাক্টর রাস্তায় উঠে আসায় সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাক্টর টিকে ধাক্কা মারে। আমার গাড়িটিও পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় রাস্তার মাঝে। ভাগ্য ভালো সেই সময় পিছনে কোনো ভারী গাড়ি ছিল না। তাহলে যে কি হতো তাই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছি। খুব জোর বেচেঁ গেছি আজকে।’
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
উল্লেখ্য, কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে দুঘটনার কবলে পড়েন রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার গাড়ি। দুর্ঘটনায় বিধায়িকার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়িকা ও গাড়ির চালক। জানা যায়, ১৯নম্বর জাতীয় সড়কে হুগলির গুরাপের মহেশ্বরপুর এলাকায় ঘটনাটি ঘটে। যদিও দুজনেরই সামান্য আঘাত লেগেছে বলেই জানতে পারা গেছে। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বিধায়িকা কে উদ্ধার করে অন্য গাড়িতে বর্ধমান পাঠিয়েছে।
শম্পা ধাড়া সাংবাদিককে বলেন, ’কলকাতা যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে আরো একটি গাড়ি যাচ্ছিল। গুরাপ পেরোনোর পর আচমকাই একটি ট্রাক্টর রাস্তায় উঠে আসায় সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাক্টর টিকে ধাক্কা মারে। আমার গাড়িটিও পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় রাস্তার মাঝে। ভাগ্য ভালো সেই সময় পিছনে কোনো ভারী গাড়ি ছিল না। তাহলে যে কি হতো তাই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছি। খুব জোর বেচেঁ গেছি আজকে।’