রায়পুরে ধস নামল সাদা বলে—ফিনিশারের অভাব ও বোলিং দুর্বলতায় চাপে টিম ইন্ডিয়া

রায়পুরে ধস নামল সাদা বলে—ফিনিশারের অভাব ও বোলিং দুর্বলতায় চাপে টিম ইন্ডিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – লাল বলে ব্যর্থতার পর এবার সাদা বলেও ধাক্কা খেল টিম ইন্ডিয়া। রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়ায় দলের ত্রুটিগুলি কিছুটা আড়াল হয়েছিল। কিন্তু রায়পুরে বড় রান তুলেও হেরে যাওয়ায় স্পষ্ট—ওডিআই ফর্ম্যাটেও স্বস্তিতে নেই ভারত। বিরাট কোহলির শতরানের পরেও ব্যাটিং অর্ডার শেষ পর্যন্ত ম্যাচটিকে সুরক্ষিত রাখতে পারেনি। ধোনির অবসরের পর ভারত এখনও নির্ভরযোগ্য ফিনিশার খুঁজে পায়নি। হার্দিক পাণ্ডিয়া চোটে দীর্ঘদিন ধরেই বাইরে, ফলে শেষের দিকের রান তোলায় শূন্যতা বাড়ছে। রায়পুরে ওয়াশিংটন সুন্দর মাত্র ১ রান, জাদেজা ২৪ বলে ২৭ এবং রাহুল অপরাজিত ৬৬ করলেও আদর্শ ফিনিশিং করতে পারেননি। ফলে ৩৫৮ রানের বেশি তুলতে না পারাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

আধুনিক সাদা বলের ক্রিকেটে প্রথম থেকেই আগ্রাসী খেলাই নিয়ম। কিন্তু ইনিংসের শেষভাগে কেউ ম্যাচ শেষ করে আসতে না পারায় দল চাপে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ফিনিশার হিসেবে রিঙ্কু সিং বা রিয়ান পরাগকে তাড়াতাড়ি দলে সুযোগ দেওয়া উচিত। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও সমস্যা প্রকট। জসপ্রীত বুমরাহ না থাকায় পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। প্রসিদ্ধ কৃষ্ণ বা অর্শদীপ সিং কেউই ৩৫৮ রানের স্কোর আগলে রাখতে পারছেন না।

গৌতম গম্ভীর বহুদিন ধরেই স্থির ও শক্তিশালী ওডিআই কাঠামোর দাবি জানিয়ে আসছেন। রায়পুরের ম্যাচ প্রমাণ করে দিল—ডেথ ওভার স্ট্র্যাটেজি এখনও অগোছালো, ব্যাটিং রোলে স্পষ্টতা নেই এবং দলের ভারসাম্যও সঠিকভাবে গড়ে ওঠেনি। ফলে সামনে বড় চ্যালেঞ্জের সতর্কবার্তাই স্পষ্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top