দেশ -ভারত ও রাশিয়ার মজবুত কূটনৈতিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। চলতি বছরের শেষ নাগাদ ভারত থেকে ১০ লাখ দক্ষ পেশাদার কর্মী রাশিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে কাজের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে বিস্ময় তৈরি করেছে, বিশেষ করে আমেরিকা ও চীনের কূটনৈতিক মহলে।
রুশ শিল্প সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন সংবাদ সংস্থা RBC-কে জানিয়েছেন, “স্ভের্দলোভস্ক অঞ্চল সহ রাশিয়ার একাধিক শিল্প এলাকায় ভারতীয় পেশাদারদের আসার পরিকল্পনা চলছে। এই উদ্যোগ ত্বরান্বিত করতে ইয়েকাটেরিনবার্গে একটি নতুন কনস্যুলেট জেনারেল খোলা হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাশিয়ার শ্রমবাজারে চরম ঘাটতি। ইউক্রেন যুদ্ধ ও তরুণদের শিল্পকারখানায় কাজের অনাগ্রহের কারণে এই সংকট আরও বেড়েছে। বর্তমানে টি-৯০ ট্যাঙ্ক প্রস্তুতকারী সংস্থা সহ বহু কারখানায় দক্ষ কর্মীর অভাব রয়েছে।
এই প্রক্রিয়া ২০২৪ সালেই শুরু হয়ে যায়। ইতিমধ্যে কালিনিনগ্রাদে ভারতীয় শ্রমিকরা মাছ প্রক্রিয়াকরণ শিল্পে নিযুক্ত হয়েছে। রুশ শ্রম মন্ত্রকের হিসেবে, ২০৩০ সালের মধ্যে শ্রমিক ঘাটতির সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তাই সরকার ২০২৫ সালে বিদেশি কর্মীর কোটা ১.৫ গুণ বাড়িয়ে ২.৩ লক্ষ করার প্রস্তাব দিয়েছে।
এই বড়সড় চুক্তির ফলে ভারত ও রাশিয়ার মধ্যেকার বন্ধুত্ব আরও গভীর হল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
