নিউজ ডেস্ক ১০অক্টোবর ২০২০: রাশি রাশি সামুদ্রিক জীবজন্তুর মরা দেহ ভেসে এলো রাশিয়ার প্রশান্ত মহাসাগরের আভাচা্ উপসাগরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে।

এই ঘটনায় স্তম্ভিত প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সকলেই। লক্ষ লক্ষ প্রাণীর দেহাবশেষ দেখে আশা করা হচ্ছে সমুদ্রের প্রায় ৯৫% প্রাণীই মারা গিয়ে বিলুপ্তের পথে। বিশেষজ্ঞরা এই ঘটনাকে রাশিয়ার সামুদ্রিক ইতিহাসে ঘটা সবচেয়ে বড়ো ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। স্থানীয় সূত্র অনুযায়ী মৎস্যজীবীরা আভাচা্র সমুদ্রে কীটনাশকের গন্ধ পাওয়ায় তাদের জীবনেও নানান প্রভাব ফেলেছে। জল সার্ফিং করার সময় মানুষের মধ্যে চোখ জালা, বমির মত উপসর্গ ধরা পরেছে। কেউ আবার এই ঘটনায় মানুষের নানান কাজকর্ম ও পরিবেশ দূষণ কেই দাবি করছেন। ইতিমধ্যেই সমস্যার সমাধানে নামতে একটি বিশেষ কমিশন ও গঠন করা হয়েছে।