রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় এবার কঠোর সময়সীমা নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই বোঝা যাবে আলোচনার ভবিষ্যৎ। ট্রাম্প বলেন, “আমি বলব, দুই সপ্তাহের মধ্যেই আমরা জানতে পারব শান্তি চুক্তির সম্ভাবনা কতটা। এর পরে হয়তো অন্য পথে হাঁটতে হবে।” এই মন্তব্য তিনি নিউজম্যাক্স-এর সঞ্চালক টড স্টার্নসকে দেওয়া এক ফোনালাপে করেন।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলেই একদিনের মধ্যেই যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিন বছরের বেশি সময় কেটে গেলেও শান্তি প্রক্রিয়ায় তেমন কোনও অগ্রগতি হয়নি। এর মধ্যেই গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে বসেছিলেন ট্রাম্প। যদিও বৈঠক থেকে কোনও চুক্তি হয়নি এবং আপাতত যুদ্ধবিরতির প্রস্তাব থেকেও সরে এসেছেন তিনি।

এরপর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই আলোচনার পর আশা তৈরি হয় যে, পুতিন ও জেলেনস্কি সরাসরি শান্তি বৈঠকে বসতে পারেন। কিন্তু বৃহস্পতিবার জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়াতে চাইছে। তাঁর দাবি, “তারা যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়।” অন্যদিকে মস্কোর অভিযোগ, ইউক্রেন এমন নিরাপত্তা শর্ত চাপিয়ে দিচ্ছে, যা রাশিয়ার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও ট্রাম্প শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার নজির রেখেছেন। চলতি বছরের মে মাসের শেষের দিকেও তিনি ঘোষণা করেছিলেন, ওই সময়ের মধ্যে যাচাই করবেন পুতিন শান্তি প্রক্রিয়ায় আন্তরিক কি না, নইলে অন্যভাবে প্রতিক্রিয়া জানাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top