আজকের রাশিফল, কোন রাশির কেমন দিন কাটবে ?

আজকের রাশিফল, কোন রাশির কেমন দিন কাটবে ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রাশির

আজকের রাশিফল, কোন রাশির কেমন দিন কাটবে ?  কোন রাশির জাতক জাতিকার আজকের দিন কেমন কাটবে। তারই হদিশ এই প্রতিবেদনে। কোন রাশিতে অশান্তি যোগ আর কোন রাশিতে শান্তির যোগ রয়েছে এছাড়া কোন রাশিতে কেমন যাবে আজকের দিনটি।সবিস্তার জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

 

মেষ রাশি: 
জলপথে বিপদ হতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে।পাওনা অর্থ আদায়ে অশান্তি বাড়তে পারে। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে।

 

বৃষ রাশি: 
ব্যবসায়িক কাজে আজ নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। প্রেম ও বিয়ের আলোচনা শুভ।

 

মিথুন রাশি:
অধীনস্থদের সঙ্গে আজ আলোচনায় সতর্ক থাকুন। প্রতিবেশী কারও কাছ থেকে সাহায্য নিতে পারেন। যাত্রা শুভ। প্রেম ও রোমান্স শুভ।

 

কর্কট রাশি: 
অন্যের দ্বারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনো ব্যাপারেই অস্থিরতা প্রকাশ করা ঠিক হবে না। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনা শুভ।

 

সিংহ রাশি: 
কাউকে আজ ব্যবসায়িক কাজে নাক গলাতে দেয়া ঠিক হবে না। প্রিয়জনের আচরণ সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

 

কন্যা রাশি: 
আজ যথাসম্ভব সতর্ক থাকুন। কোনো কারণে ব্যয় বৃদ্ধি পাবে। নিজের কাজ নিজে করুন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

 

আর ও পড়ুন    ‘বকুল’ এবার দেবী কুষ্মাণ্ডা! দেখুন এই অভিনেত্রীর মহালয়ার লুক

 

তুলা রাশি:
প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। কোনো কারণে ঝামেলা দেখা দিতে পারে। দূরের যাত্রায় সাবধান থাকুন। প্রেম ও রোমান্স শুভ।

 

বৃশ্চিক রাশি: 
কোনো ব্যাপারেই আজ দূরের কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। পারিবারিক কাজে আজ মনোযোগী হোন। যাত্রা শুভ।

 

ধনু রাশি: 
কাজে মনোযোগী হোন। দূরের কোনো আবেগপ্রবণ খবর পাবেন। প্রাপ্তি যোগ শুভ। প্রেম বিষয়ে কৌশলী হোন। যাত্রা শুভ।

 

মকর রাশি:
কর্মস্থানে চাপ বাড়তে পারে।পাওনা অর্থ আদায়ে অশান্তি বাড়তে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে।কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক দিকে কোনও ক্ষতি হতে পারে। বন্ধুর কারণে কোথাও সন্মানিত হতে পারেন।

 

কুম্ভ রাশি:
কারও কোনও উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের সমস্যা হবে। ব্যবসায় নতুন কিছু চিন্তাভাবনা।শরীরে্র কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

 

মীন রাশি: 
আজ আত্মীয়রা শত্রুতা করতে পারে। ব্যবসায় ভাল মন্দ থাকতে পারে। বন্ধুদের জন্য অর্থ অপচয় হতে পারে।কোনও আইনি কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে।সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পরতে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে । আবেগের বশে কোনও কাজ করলে বিপদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top