রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, দায়িত্ব ছাড়লেন চেলসির রাশিয়ান মালিক । রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সবখানে। খেলাধুলায়ও ভালোভাবে পড়েছে এর প্রভাব। বিশেষ করে ইউরোপের ফুটবল চরম ক্ষতির মুখে পড়েছে। নতুন করে আলোচনায় এসেছেন ইংলিশ ক্লাব চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। হাউস অব কমন্সে চেলসির মালিকানা আব্রামোভিচের কাছ থেকে কেড়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তাই চেলসিকে দেখাশোনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
ক্লাবটিকে এখন দেখভালের দায়িত্ব দেওয়া হয় চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনকে। অবশ্য মালিকানা ছাড়েননি তিনি। চেলসির ওয়েবসাইটে আব্রামোভিচ বলেন, ‘আমি সব সময় ক্লাবের স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। চেলসিতে ২০ বছরের মালিকানায় সব সময় নিজেকে একজন অভিভাবক হিসেবে দেখেছি। ইতিবাচক ভূমিকা রাখা যায়, সে ব্যাপারেও খেয়াল রেখেছি। এখন ক্লাবের দায়ভার চেলসির দাতব্য ফাউন্ডেশনের সদস্যদের (ট্রাস্টি) হাতে তুলে দিচ্ছি। চলমান সময়ে তাঁরা ভালোভাবে দেখাশোনা করতে পারবেন।’
আর ও পড়ুন রাশিয়ার বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের পথ বন্ধ করল গুগল
২০০৩ সালে চেলসির মালিকানা কেনেন আব্রামোভিচ। তিনি দায়িত্ব নেওয়ার পর দারুণ সব সাফল্য পায় ক্লাবটি। প্রিমিয়ার লিগে দলটি ছয়টি শিরোপা জিতেছে, তার পাঁচটিই গত পাঁব বছরে। আর দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার এই সময়ে, ২০১১-১২ ও ২০২০-২১ মৌসুমে। অবশ্য এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জানাননি আব্রামোভিচ। ক্লাবের পক্ষ থেকেও তেমন কিছু বলা হয়নি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই যে তাঁকে পদ ছাড়তে হচ্ছে তা বোঝাই যায়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন রাশিয়ার বেশ কয়েক জন ব্যক্তি ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর মধ্যে অবশ্য আব্রামোভিচের নাম নেই।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, দায়িত্ব ছাড়লেন চেলসির রাশিয়ান মালিক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সবখানে। খেলাধুলায়ও ভালোভাবে পড়েছে এর প্রভাব। বিশেষ করে ইউরোপের ফুটবল চরম ক্ষতির মুখে পড়েছে। নতুন করে আলোচনায় এসেছেন ইংলিশ ক্লাব চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। হাউস অব কমন্সে চেলসির মালিকানা আব্রামোভিচের কাছ থেকে কেড়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তাই চেলসিকে দেখাশোনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।