নিজস্ব সংবাদদাতা, নিউ দিল্লী, ৬ জুলাই :- রাষ্ট্রপতি ভবনে বৈঠক করলেন প্রধান মন্ত্রী এবং রাষ্ট্রপতি। রবিবার সকালে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েই দু’জনের কথা হয়েছে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর ।প্রসঙ্গত: গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেকে চিনা আগ্রাসনের জেরে ভারত-চিন সংঘাতের মধ্যেই শুক্রবার লাদাখ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং মনোবল বাড়াতে ভাষণ দেন তিনি। তার দু’দিনের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।
রাষ্ট্রপতি ভবনের তরফে অবশ্য নির্দিষ্ট কোনও বিষয় উল্লেখ করা হয়নি। টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতি ভবনে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়েছেন প্রধানমন্ত্রী।’’ ওই টুইটের সঙ্গে রাইসিনা হিলসে দু’জনের কথোপকথনের একটি ছবিও পোস্ট করা হয়েছে।অনেকে মনে করছেন করোনা মোকাবিলায় লকডাউন এবং চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, সে বিষয়েও রাষ্ট্রপতিকে জানিয়েছেন নমো।এর পাশাপাশি বিনামূল্যে খাদ্য দেওয়ার প্রকল্প নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা প্রসঙ্গেও আলোচনা হয়েছে এমনটাও মনে করা হচ্ছে।