রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের কারা মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি বিজেপির। দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সমস্ত জায়গার পাশাপাশি ইটাহারে বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন প্রদান করল রবিবার ভারতীয় জনতা পার্টি। জানাযায়, নন্দীগ্রামে তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাজ্যের কারা মন্ত্রী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন।
দেশের মহিলা রাষ্ট্রপতিকে এহেন মন্তব্যের জেরে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে রাজ্য সহ সমগ্র দেশ জুরে। তৃণমূল সরকারকে আক্রমণ সেনেছেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। রাজ্য তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছেন কারা মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরির এমন মন্তব্যকে সমর্থন করে না।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
ফলে এদিন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির এমন কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্যের জেরে অবিলম্বে মন্ত্রী সভা থেকে বরখাস্ত এবং তার গ্রেপ্তারের দাবিতে সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার বিধানসভা ভারতীয় জনতা পার্টির তরফে ইটাহার সদর দাসপাড়া এলাকার বিজেপির দলীয় কার্যালয় থেকে ইটাহারের রাস্তায় একটি বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন প্রদান করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
তবে ইটাহার থানার তরফে রাজ্যের কারা মন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ গ্রহন না করায় অসন্তোষ প্রকাশ করেন বিজেপি নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কিষান মোর্চার জেলা সভাপতি জোতিশ সরকার, জেলা বিজেপির সম্পাদিকা সবিতা বর্মন, ৩৭ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি গোকুল চন্দ্র মন্ডল, বিজেপি নেতৃত্ব উজ্জ্বল বর্মন, রবি দত্ত সহ অন্যান্যরা। রাষ্ট্রপতির উদ্দেশ্যে