রাষ্ট্রপতি পদের নির্বাচনের ভোটদান কে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের মধ্যে জোর কদম চলছে প্রস্তুতি পর্ব

রাষ্ট্রপতি পদের নির্বাচনের ভোটদান কে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের মধ্যে জোর কদম চলছে প্রস্তুতি পর্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ রাষ্ট্রপতি পদের নির্বাচন তার জেনেই সকাল থেকে বিজেপি বিধায়কদের মধ্যে জোর কদম প্রস্তুতি পর্ব ভোটদান কে কেন্দ্র করে আজ সকাল থেকেই বিজেপি বিধায়করা দুটি বাসে করে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বিধানসভার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন স্বপন মজুমদার বিধান সভার উদ্দেশ্য রওয়না দিলো…… তিনি বলেন যারা পোলিং এজেন্ট আছে তারা এখুনি বের হচ্ছে বাকি যারা ভোট দান করবেন তারা আরো এক ঘন্টা পর বের হবেন। এখানে ৬৮ জন আছি।

 

আমাদের অনেক নতুন বিধায়ক আছেন আর রাষ্ট্রপতি নির্বাচনে অনেক সময় টিক মারি অনেক সময় অন্য সিম্বল এ ভোট দিয়ে থাকি পঞ্চায়েত নির্বাচনে সেরকম হয়না। শুধু একটা নিশানের ওপর ভোট দিতে হয় তার জন্য বিশেষ প্রশিক্ষনের জন্য সবাই একসাথে। শাসক দল জানে তারা জিতবে না তাই এই সব বলে বেরাবে। আমাদের কাজ সম্পূর্ণ ভাবে করতে হবে। রাজ্য যেভাবে চলছে রাজ্য টাকে ঠিক মত চালাক বিজেপির দিকে না তাকিয়ে। তিনজন পোলিং এজেন্ট থাকছি। স্বপন মজুমদার, মনোজ টিজ্ঞা ও সুদীপ ব্যানার্জী।

আরও পড়ুন – কিভাবে বানাবেন ছোলে ভাটুরে রেসিপি

উল্লেখ্য, আজ রাষ্ট্রপতি পদের নির্বাচন তার জেনেই সকাল থেকে বিজেপি বিধায়কদের মধ্যে জোর কদম প্রস্তুতি পর্ব ভোটদান কে কেন্দ্র করে আজ সকাল থেকেই বিজেপি বিধায়করা দুটি বাসে করে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বিধানসভার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন স্বপন মজুমদার বিধান সভার উদ্দেশ্য রওয়না দিলো…… তিনি বলেন যারা পোলিং এজেন্ট আছে তারা এখুনি বের হচ্ছে বাকি যারা ভোট দান করবেন তারা আরো এক ঘন্টা পর বের হবেন। এখানে ৬৮ জন আছি।

 

আমাদের অনেক নতুন বিধায়ক আছেন আর রাষ্ট্রপতি নির্বাচনে অনেক সময় টিক মারি অনেক সময় অন্য সিম্বল এ ভোট দিয়ে থাকি পঞ্চায়েত নির্বাচনে সেরকম হয়না। শুধু একটা নিশানের ওপর ভোট দিতে হয় তার জন্য বিশেষ প্রশিক্ষনের জন্য সবাই একসাথে। শাসক দল জানে তারা জিতবে না তাই এই সব বলে বেরাবে। আমাদের কাজ সম্পূর্ণ ভাবে করতে হবে। রাজ্য যেভাবে চলছে রাজ্য টাকে ঠিক মত চালাক বিজেপির দিকে না তাকিয়ে। তিনজন পোলিং এজেন্ট থাকছি। স্বপন মজুমদার, মনোজ টিজ্ঞা ও সুদীপ ব্যানার্জী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top