নিজস্ব সংবাদদাতা ২৬ জানুয়ারি ২০২১কোলকাতা:৭২ তম প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতার দমকল বিভাগ থেকে চারজন আধিকারিক কে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হলো। তাদের মধ্যে অন্যতম সত্যব্রত রায় ।
তিনি দুর্গাপুর স্টেশন অফিসার ইন চার্জ। এছাড়াও আছেন এনামুল হোসেন, রবিন কুন্ডু ও মৃণাল কুমার দত্ত। এরা বেশিরভাগই অফিসার রা ৩৬-৩৮বছর ধরে এই বিভাগে কাজ করে চলেছেন জীবনের ঝুঁকি নিয়ে । বরাবরই এরা নিজেরা নিজেদের কাজ করে চলেছেন ।আজ এই দিনে তাদের কে রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কৃত করা হলো ।এই পুরস্কারে সম্মানিত আধিকারিক দের নিজেদেরকে ধন্য বলে জানিয়েছেন ।এর পাশাপাশি নিজেদের সিনিয়র অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।তাদেরকে এই সম্মানে নির্বাচিত করার জন্য তারা তাদের সিনিয়ার অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।এর পাশাপাশি এরা জানিয়েছেন যখন এরা নিজেদের কাজে যুক্ত হয়েছিলেন তখন থেকেই নিজেদেরকে মানুষের জন্যই জীবন বিপন্ন করেছেন। তাই তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত তারা এই কাজ করবেন তারা প্রত্যেকেই মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করবেন।
আরও পড়ুন…তারাপীঠে পুজো দিয়ে আসন্ন বিধানসভা ভোট কটি আসন পাবে বিজেপি জানালেন দিলীপ ঘোষ