রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির গোপন বৈঠক, কূটনৈতিক জল্পনা তুঙ্গে

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির গোপন বৈঠক, কূটনৈতিক জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – শনিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর রাষ্ট্রপতি তাঁর এক্স হ্যান্ডেলে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন। তবে বৈঠকে ঠিক কোন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক মহলে অনুমান করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চিন সফর ও ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে কূটনৈতিক ইস্যুই এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হতে পারে। সম্প্রতি জাপান ও চিন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনে অনুষ্ঠিত এসসিও বৈঠকে মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের এক ফ্রেমের ছবি বিশ্ব কূটনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, আমেরিকার ‘দাদাগিরি’কে টক্কর দিতে ভারত, রাশিয়া ও চিনের মধ্যে একটি নতুন অক্ষ গড়ে উঠছে। এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন, “মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।”

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির এই বৈঠক যে আসন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top