নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৩ নভেম্বর, ব্যারাকপু্রের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসারের পরিচয় দিয়ে দুটি দামি ক্যামেরা নিয়ে চম্পট দিল এক ব্যক্তি।গত শুক্রবার উক্ত ব্যক্তি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার পরিচয় দেন এবং নিজের নাম বলেন কৌশিক চক্রবর্তী। এরপরই তিনি বলেন যে শুক্রবার একটি ভেরিফিকেশনের কাজ রয়েছে, সেই কারণে দুটি দামি ক্যামেরা লাগবে।
কথা মতো রাজারহাট থেকে দুজন ক্যামেরাম্যান দুটি ক্যামেরা নিয়ে ব্যাংকে আসেন কিন্তু কৌশিক বাবু বলেন যে ক্যামেরা নিয়ে ব্যাংকের ভেতরে যাওয়া যাবে না সেই কারণে বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ক্যামেরাগুলি রাখতে বলেন এবং সচিত্র পরিচয় পত্র তৈরি করে নিতে বলেন। সেই মতো বাইরে রাখা গাড়িতে তারা ক্যামেরা রাখে। এরপর সেই ব্যক্তিকে আর না ফিরে আসতে দেখে ক্যামেরাম্যানদের সন্দেহ হয় তারা ব্যাংকের জিজ্ঞাসা করলে জানতে পারেন কৌশিক চক্রবর্তী নামে কোন কর্মী ব্যাংকে নেই এরপর বাইরে বেরিয়ে তারা দেখেন যে গাড়িটিতে তারা ক্যামেরা রেখেছিলেন সেই গাড়িটিও নেই। এরপর টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ এ বিষয়ে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।