রাস্ট্রপতি সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরে। রাস্ট্রপতি দ্রোপদী মুর্মু-র রুপ নিয়ে রাজ্যের মন্ত্রীর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে চলা বিক্ষোভে উত্তাল দক্ষিণ দিনাজপুর-ও। বইছে নিন্দার ঝড়, মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির আদিবাসী সংগঠন। উল্লেখ যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে একটি সভা থেকে আক্রমণ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি মন্তব্য করেন আমরা রুপের বিচার করিনা, আমরা রাস্ট্রপতির চেয়ারকে সম্মান করি, তোমার রাস্ট্রপতি কেমন দেখতে বাবা প্রশ্ন করেন তিনি।
রাজ্যের মন্ত্রীর বক্তব্যের ঐ ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে বিজেপি আন্দোলনে নামে। অখিল গিরি-র ঐ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল করে বিজেপির আদিবাসী মোর্চা। এদিন বিক্ষোভ মিছিলটি গঙ্গারামপুরের কালীতলা এলাকার বিজেপির কার্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, হাই রোড সহ গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেশের রাস্ট্রপতি সমন্ধে রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের এই বিক্ষোভ মিছিলে অনেক পথ চলতি সাধারণ মানুষকেও এদিন পা মেলাতে দেখা গেছে।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী, বিজেপি বিধায়ক বুধরাই টুডু ও সত্যেন্দ্রনাথ রায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী মোর্চার সভাপতি সুনীল মার্ডি। বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী বলেন অখিল গিরি-র মন্তব্যে ভারতের সংবিধানের গরিমা ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন আদিবাসী মানুষের বর্ণ নিয়ে মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এরকম কোন ব্যক্তি যে আজও পশ্চিমবঙ্গে সরকারি দায়িত্বে রয়েছেন এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের লজ্জা, কারো রং দেখে কারো যোগ্যতা বিচার হয় না। শুধু তাই নয় এরপরেই তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন অখিল গিরি-র বিরুদ্ধে কেন সরকার পদক্ষেপ গ্রহণ করছে না – কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না।