কেন্দ্রের রাস্তা নির্মাণ নিয়ে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্লিনচিট বিডিওর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে খাসপুর গ্রামের ঘটনা । এম জি এন আর জি এ প্রকল্পের প্রায় ২০০,মিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল ১লক্ষ ৬৯ হাজার টাকা। কিন্তু পুরোটাই ইটের রাস্তার জন্য। রাস্তা তৈরি করার পর সেই টাকা ঠিকাদার তুলে নিয়েছেন। স্বপন ভারতী বাড়ি থেকে পরিতোষ বিশ্বাস এর বাড়ি পর্যন্ত ইট সোলিং এর রাস্তা তৈরি হয়েছে। আর সেখানে ভুল করে ঠিকাদার ফলক রেখেছে ঢালাই রাস্তার জন্য।
সমস্যা এখানেই বেধেছে, এখানকার তৃণমূল অঞ্চল সভাপতি মহসিন মন্ডল সম্পূর্ণ ভুল তথ্য নিয়ে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইসলাম লস্কর এর বিরুদ্ধে রাস্তা সংস্কারের আর্থিক তচ্ছরুপের অভিযোগ করে, বাদুড়িয়ার বিডিও সুপর্ণা বিশ্বাস এর কাছে সেই লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিডিও সরেজমিনে তদন্ত করে জানতে পারেন ঠিকাদার ভুল করে ঢালাই রাস্তার প্রস্থর ফলক লাগিয়েছেন।
তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত মেম্বাররা ক্ষোভ উগরে দিয়েছেন। অঞ্চল সভাপতির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালবেলায় রামচন্দ্র পুর পঞ্চায়েতের সামনে সরুপনগরও মসলন্দপুর রোডে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। প্রধান নুর ইসলাম লস্কর ও ১৩জন তৃণমূলের মেম্বার রা বলেন, এই পঞ্চায়েত কালিমালিপ্ত করতেই এই রকম একটা ভুয়া ভিত্তিহীন অভিযোগ করেছেন।
যেখানে তথ্য জানার জন্য জিও ট্রাক আছে, তা, সত্বেও তিনি কেন কাগজপত্র না দেখিনি ভিত্তিহীন ভাবে তৃণমূলের একজন নেতা হিসেবে দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন।
আমরা ৩৯,বছর পরে রামচন্দ্রপুর পঞ্চায়েতের ক্ষমতা এসেছি। যেভাবে মানুষের সেবা করে যাচ্ছি, উন্নয়নমুখী হচ্ছে সেটাকে কালিমালিপ্ত করছেন পুরো বিষয়টা রাজ্য ও জেলা নেতৃত্বকে জানিয়েছি। উনি আসলে সিপিএম বিজেপির হয়ে রাজনৈতিকভাবে তৃণমূলের কালিমালিপ্ত করছেন। প্রকৃত দলের সৈনিক হলে এই ভাবে কাজ করতেন না ।
আর ও পড়ুন বোমা ফাটিয়ে বিজেপি ছাড়ার পথ ধরলেন অভিনেত্রী শ্রাবন্তী!
এই নিয়ে বাদুড়িয়ায় পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ সম্বরন মিস্ত্রি বলেন, এই অঞ্চল সভাপতির বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নিক। পাশাপাশি আমরা একটি আইনি পদক্ষেপ নিতে চলেছি। তৃণমূল নেতা হয়ে তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে যেভাবে তিনি পরিকল্পনা করে দলকে কালিমালিপ্ত করেছেন। এর দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত।
বাদুড়িয়ার বিডিও সুপর্ণা বিশ্বাস বলেন আমরা সরেজমিনে খতিয়ে দেখেছি,ওটা ইটসোলিং রাস্তা হিসাবে বরাদ্দ হয়ে আছে। কিন্তু রাস্তার প্রস্তরে ভুল ছাপা হয়েছিল। সেটা এনএসকে জানানো হয়েছে। সেই ভুল সংশোধন করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি যেভাবে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন।