রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা বাইক সরিয়ে নিতে বলায় অটোচালককে মারধোর ও ভাঙচুর, প্রতিবাদে পথ অবরোধ সোদপুরে

রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা বাইক সরিয়ে নিতে বলায় অটোচালককে মারধোর ও ভাঙচুর, প্রতিবাদে পথ অবরোধ সোদপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা বাইক সরিয়ে নিতে বলায় অটোচালককে মারধোর ও ভাঙচুর, প্রতিবাদে পথ অবরোধ সোদপুরে। রাস্তার ওপর রাখা বাইক সরিয়ে নিতে বলায় অটো চালককে বেধরোক মারধর ও অটো ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো সোদপুর রাসমণি মোড় এলাকায়। অভিযোগ,শুক্রবার সকালে রাসমনি মোড় সংলগ্ন এলাকায় একটি বাইক রাস্তার ওপর আড়াআড়ি দাঁড় করিয়ে রাখা ছিল। সেই সময় সেখান দিয়ে যাত্রী নিয়ে যাবার পথে এক বয়স্ক অটোচালক বাধা প্রাপ্ত হন।

 

তখন তিনি নিজের অটোটি থামিয়ে বাইক আরোহীকে রাস্তার ওপর থেকে তার বাইকটি সরিয়ে নিতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওই বাইক আরোহী বয়স্ক অটো চালকে ব্যাপক মারধোর করে এবং তার অটোতে ভাঙচুর চালায়। এরই প্রতিবাদে এদিন ক্ষুব্ধ অটোচালকরা ওই রুটের সমস্ত অটো চলাচল বন্ধ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি,যতক্ষণ না পর্যন্ত ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে,ততক্ষণ তারা অটো রুটের সমস্ত অটো চলাচল বন্ধ রেখে প্রতিবাদে সামিল হবেন।

 

এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী এসে উতপ্ত পরিস্থিতি সামাল দেয়। আক্রান্ত অটো চালকদের অভিযোগ,বুদুয়া নামে এলাকার এক তথাকথিত দুষ্কৃতী দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের ওপর এই ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রশাসন কোনরকম পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনা প্রসঙ্গে ওই রুটের এক অটোচালক সমীর।দাস বলেন,রাসমনি মোড় সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে বাইক,রিকশা, সাইকেল যত্রতত্র রাখার ফলে রাস্তাটি অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেছে।

 

দিন-রাত অটো চালাতে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। এদিন আমাদের এক অটোচালক অটো নিয়ে ওই স্থান দিয়ে যাবার সময় রাস্তার ওপর আড়াআড়ি ভাবে দাঁড় করানো একটি বাইককে সরিয়ে নিতে বলায়,তাকে এলোপাতাড়ি ঘুষি মারা হয় এবং তার অটোটির কাঁচও ভাঙচুর করা হয়। এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য আমরা মানছি না,মানবোও না। এই আতঙ্কে আমারা যাত্রীদের পরিষেবা দিতেও ভয় পাচ্ছি।

 

অপরদিকে সোদপুর অটো ইউনিয়নের সভাপতি রাজেশ দে বলেন, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ আমাদের এক বয়স্ক অটোচালক যাত্রী নিয়ে রাসমনি মোড় হয়ে অটো নিয়ে যাচ্ছিল। সেই সময় তাকে অজথা মারধোর করা হয়। এমনকি ওই বয়স্ক চালকের অটোতেও ভাঙচুর চালানোর পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুঃব্যাবহার করে এলাকার এক তথাকথিত দুষ্কৃতী বুদুয়া। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়। প্রতিনিয়ত এই অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। আজ প্রতিকি প্রতিবাদ করলাম। আগামী দিনে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিলেন রাজেশবাবু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top