রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘ দুই বছর আগে রাস্তা সংস্কারের জন্য লাগানো হয়েছে বোর্ড।কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি কাজ।রাস্তা তৈরির বরাদ্দকৃত অর্থের দুর্নীতির অভিযোগ তুলে রবিবার রাস্তা অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দারা
গ্রামবাসীদের অভিযোগ,ভগবানপুর মধ্যপাড়া থেকে বিজোট গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।বেহাল রাস্তার কারনে গ্রামে এম্বুলেন্স ও দমকল গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না।অসুস্থ রোগীদের খাটে করে নিয়ে রাস্তা পারাপার করতে হয়।দুই বছর আগে রাস্তা নির্মাণের জন্য ১০০ দিন প্রকল্পের প্রায় ২ লক্ষ ২৮ হাজার টাকা ব্যায়ে রাস্তা তৈরির বোর্ড লাগানো হয়েছে।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।এই নিয়ে তারা গ্রাম পঞ্চায়েতে বারবার অভিযোগ জানিয়েও হয়নি কোন কাজ।গ্রামবাসীদের সাফ বক্তব্য পঞ্চায়েত ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধান আখতারি খাতুনের স্বামী আব্দুর রশিদ এই নিয়ে কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন।কেন্দ্র সরকার ১০০ দিন প্রকল্পের টাকা আটকে রেখেছে তাই কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা।
বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা জামসেদ আলী বলেন,’এ রাস্তা দিয়ে চার থেকে পাঁচটা গ্রামের মানুষ যাতায়াত করে।পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবেন।’
হরিশ্চন্দ্ররপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন,কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে,তাই কাজ আটকে আছে। রাস্তার দাবিতে