নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,২৪ শে আগস্ট : আজ সকালে জামুড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের বাইপাস রোডের ধারে হঠাৎই ধস নামে । ধসের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । ধস আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকা বাসিন্দারা । জামুড়িয়ার বাইপাস রোডে আপাতত যান চলাচল চলছে জীবনের ঝুকি নিয়ে ।
স্থানীয় বাসিন্দা রাজু বাউরি এবং দেবাশিস চক্রবতি জানান ” গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি জেরে আজ সকালে হঠাৎ ধস নামে জামুরিয়া বাইপাস রোডে । ধসের জেরে বাইপাস রোডে খুবিই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে । ধসের পাশেই রয়েছে জামুরিয়া ট্যাক্সি স্ট্যান্ড , জামুরিয়া ট্রাফিক পুলিশের অফিস দপ্তর ।
অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান শেখ সান্দার কেমেরার সামনে কিছু নাবললেও জানান ” জামুড়িয়ার বাইপাসের ধারে ধসের ঘটনায় ওই জায়গাটিতে খুব তাড়া তাড়ি মাটি ভরাটের কাজ শুরু হবে ! গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি জেরে ধস নামার আশঙ্কা বলে মনে করছেন তিনি এবং ধস লাগোয়া আছে জামুড়িয়া জুড়ে একটি ড্রেন আর তারি জলে মাটি সরায় এই ধস। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি ।