রাস্তার পাশে পাঁচিল তোলার প্রতিবাদ করায় মা বাবা এবং এক ১০ বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার আইশমালী পুরাতন পাড়ায়। সমীর ভৌমিক নামে এক ব্যাক্তি রাস্তার পাশে বে আইনী পাচিল তুলেছিল আর পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা। পাঁচিল তুললে গেলে ওই গ্রামের প্রতিবেশী সকলেই গৌতম ভৌমিককে বাধা দেয়। কিন্তু গৌতম তা না শুনে তার দলবল নিয়ে শিশুটির বাবা নরোত্তম বিশাস মা পুজা বিশাসের উপর চড়াও হয়।
এরপর রাতে ওই ১০ বছরের শিশু নিরাঞ্জন বিশ্বাস তার দাদুর সাথে বাজারে যায়।বাজার থেকে ফিরে আসার সময় ওই শিশুটিকেও ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে বলে অভিযোগ। গতকাল রাতে আইশমালীর এই ঘটনায় শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে তার শরীরের অবনতি হওয়ায় তাকে আজ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও একটি মামলা দায়ের হয়েছিল। ইতিমধ্যেই রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের উপজুক্ত শাস্তির দাবী তোলেন ওই শিশুর পরিবার।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, রাস্তার পাশে পাঁচিল তোলার প্রতিবাদ করায় মা বাবা এবং এক ১০ বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত।ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার আইশমালী পুরাতন পাড়ায়। সমীর ভৌমিক নামে এক ব্যাক্তি রাস্তার পাশে বে আইনী পাচিল তুলেছিল আর পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা।পাঁচিল তুললে গেলে ওই গ্রামের প্রতিবেশী সকলেই গৌতম ভৌমিককে বাধা দেয়।কিন্তু গৌতম তা না শুনে তার দলবল নিয়ে শিশুটির বাবা নরোত্তম বিশাস মা পুজা বিশাসের উপর চড়াও হয়।
এরপর রাতে ওই ১০ বছরের শিশু নিরাঞ্জন বিশ্বাস তার দাদুর সাথে বাজারে যায়।বাজার থেকে ফিরে আসার সময় ওই শিশুটিকেও ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে বলে অভিযোগ। গতকাল রাতে আইশমালীর এই ঘটনায় শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে তার শরীরের অবনতি হওয়ায় তাকে আজ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও একটি মামলা দায়ের হয়েছিল। ইতিমধ্যেই রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের উপজুক্ত শাস্তির দাবী তোলেন ওই শিশুর পরিবার।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।