উত্তর ২৪পরগণা:- রাজ্যের করনা আক্রান্তের সংখ্যা দ্বিতীয় স্থানে ছিল উত্তর 24 পরগনার নাম এই মুহূর্তে সেই আক্রান্তের সংখ্যা একেবারে নাগালের মধ্যে চলে এসেছে শহরাঞ্চলে আক্রান্ত সংখ্যা বেশি থাকলেও গ্রামের দিকে আক্রান্তের সংখ্যা ছিল হাতেগোনা কিন্তু যখনই করোনা আক্রান্তের সংখ্যা একেবারে হাতের মধ্যে তখনই দেখা গেল অসচেতনতার ছবি রাজারহাট বেলিয়াঘাটা রোডের ধারে পড়ে রয়েছে একের পর এক পিপিটি কিট গত এক সপ্তাহ ধরে এলাকার মানুষের দাবী শতাধিক পিপি ই কিট রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেছে বলে অভিযোগ ।

এই রাস্তা দিয়েই কলকাতার একধিক হাসপাতালে রুগী নিয়ে যান অ্যাম্বুলেন্স চালকরা তারাই এ গুলো ফেলতে পারে বলে অনুমান তারা এই রাস্তার ধারে এই পিপিই কিট গুলো ফেলে রেখে যাচ্ছে সেই পিপিই কিট কখনো রাস্তায় হাওয়ায় উড়ে চলে আসছে যায় ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে অন্যদিকে একাধিক স্কুলের কচিকাঁচারা স্কুলে মিড ডে মিল আনতে যাচ্ছে এই রাস্তা ধরেই তারাও অতি উৎসাহী হয়ে এই ধরনের পিপিই কিটে হাত দিচ্ছে ফলে এলাকার মানুষের আশঙ্কা নতুন করে সংক্রমণ ছড়াতে পারে এমনটাও তারা মনে করছে ফলে প্রশাসন নজর দিক যেভাবে একের পর এক রাস্তায় পড়ে রয়েছে পিপিই কিট তা থেকেই নতুন করে আশঙ্কা করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এমনটি মনে করছে পথ চলতি সাধারণ মানুষ।