নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১০ জুলাই :- কাঁকসা থানা এলাকার গোপালপুর পঞ্চায়েত অফিসে গত ৬ জুলাই ওই এলাকার পোরাণডাঙ্গায় রাস্তা মেরামতির দাবিতে ডেপুটেশন দিতে যান কয়েকজন এলাকাবাসী।পঞ্চয়েত অফিসের মধ্যে বচসায় জেরে হাতাহাতি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়। তারপর থেকেই সমানে আন্দোলন করেছে আদিবাসীরা। কখনও গোপালপুর পঞ্চায়েত অফিস, কখনও কাঁকসা থানা ঘেরাও করে। আজ শুক্রবার সকাল থেকে গোপালপুর পঞ্চায়েত প্রধান জয়জিৎ মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে প্রথমে থানায় বিক্ষোভ দেখায় তারপর পানাগড় বাইপাসে দু নম্বর জাতীয় সড়ক ও পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কও অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ।অবরোধের জেরে রাস্তায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ।
রাস্তা খারাপের ডেপুটেশন দিতে গিয়ে মারধরের প্রতিবাদে পানাগড় বাইপাসে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা।
রাস্তা খারাপের ডেপুটেশন দিতে গিয়ে মারধরের প্রতিবাদে পানাগড় বাইপাসে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram