রাস্তা নির্মাণের দাবীতে একই দিনে দক্ষিণ দিনাজপুরের ২ জায়গায় পথ অবরোধ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপর অসন্তোষ, “দেখছি-দেখবো প্রতিশ্রুতি বিশ্বাস নেই”, রাস্তা নির্মাণের দাবীতে একই দিনে দক্ষিণ দিনাজপুরের ২ জায়গায় পথ অবরোধ, অবরুদ্ধ জাতীয় সড়ক ও রাজ্য সড়ক।
সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের চামটাকুড়ি এলাকায় অর্জুনপুর ও চামটাকুড়ি গ্রামের বাসিন্দারা তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে রাস্তা নির্মাণের দাবীতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভরত গ্রামবাসীদের বক্তব্য চামটাকুড়ি থেকে মালঞ্চা এবং চামটাকুড়ি থেকে অর্জুনপুর রাস্তা দুটি নির্মাণের জন্য একইসময়ে প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার করা হলেও চামটাকুড়ি থেকে অর্জুনপুর অবধি প্রায় ৩ কিলোমিটার রাস্তা আজও নির্মাণ করা হয়নি।
তাদের বক্তব্য প্রায় ৫ বছর সময় ধরে চামটাকুড়ি থেকে অর্জুনপুর রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে, রাস্তার বেশীরভাগ অংশে পিচ -পাথর উঠে মাটি দেখা যাচ্ছে। ফলে রাস্তাটি যান চলাচলের অযোগ্যে পরিণত হয়েছে। বিক্ষোভরত গ্রামবাসীদের মধ্যে অন্যতম কমল রায় বলেন পঞ্চায়েত থেকে বলেছিল নতুন রাস্তা নির্মাণ করে দেবে কিন্তু গত ৫ বছরে আজও রাস্তা নির্মাণ হয়নি, আমরা আশায় ছিলাম কিন্তু আমরা আশাহত। তিনি বলেন আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
গ্রামবাসীদের অবরোধের জেরে প্রায় দেড় ঘন্টা এদিন অবরুদ্ধ হয়ে থাকে তপন-বালুরঘাট রাজ্য সড়ক। পরে অবরোধ উঠে গেলে বালুরঘাট-তপন রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে খানপুর থেকে দক্ষিণ খানপুর অবধি প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের দাবী তুলে খানপুরে ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভরত গ্রামবাসীদের সাফ কথা দেখছি দেখবো প্রতিশ্রুতিতে বিশ্বাস আর নেই, রাস্তা নির্মাণ করতে হবে।
বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম দেবাশিষ সরকার-এর বক্তব্য দীর্ঘদিন ধরে খানপুর থেকে দক্ষিণ খানপুর অবধি রাস্তাটি খারাপ হয়ে থাকার কারনে গাড়ি তো দূর অন্ত টোটো চালকরাও ঐ রাস্তা দিয়ে টোটো নিয়ে যেতে চান না, যে কারনে তারা পায়ে হেটে চলাচল করতে করছেন, ফলে সমস্যা হচ্ছে গ্রামবাসীদের। এদিন দীর্ঘক্ষণ খানপুরে ৫১২নং জাতীয় সড়ক অবরোধের জেরে তীব্র যানজট দেখা দেয়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাট ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুশান্ত প্রামাণিক এবং বালুরঘাট থানার পুলিশ। এরপর বালুরঘাট থানার পুলিশ অবরোধ উঠিয়ে দিলে ৫১২নং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বালুরঘাট ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুশান্ত প্রামাণিক বলেন রাস্তার বিষয়ে একটি আবেদন দিতে বলা হয়েছে। আবেদন দেওয়ার পরে কর্তৃপক্ষকে পাঠানো হবে যাতে তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা যায়।