নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ মার্চ, দীর্ঘদিন যাবত রাস্তা খারাপ হয়ে পড়ে আছে। এবারে পঞ্চায়েত থেকে সেই রাস্তা নির্মাণে উদ্যোগী হয়েছে। ১৫ লক্ষ টাকা ব্যয় প্রায় ১৬ ফুট চওড়া সিমেন্ট কংক্রিট এর রাস্তা নির্মাণ করা হবে। এর জন্য রাস্তার দু’পাশে থাকা দোকানপাট গুলি সরানো প্রয়োজন। কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে আগাম কোনো নোটিশ না দিয়ে ই হঠাৎ করে গত রবিবার থেকে দোকানপাট ভাঙতে আরম্ভ করে দেয় স্থানীয় পঞ্চায়েত। এই নিয়েই এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে।
ঘটনায় প্রকাশ গত রবিবার পঞ্চায়েতের তরফ থেকে আগাম কোনো নোটিশ না দিয়ে তুলসিহাটা এলাকার বাসস্ট্যান্ড থেকে শুরু করে হনুমান মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে থাকা দোকানের অংশ ভাঙতে শুরু করে। এতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার ব্যবসায়ীরা। তারা কাজ বন্ধ করে দেয়।যারা ভাঙাভাঙিতে যুক্ত ছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা। এর ফলে বন্ধ হয়ে যায় কাজ।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এখানে রাস্তা হোক আমাদের কোন আপত্তি নেই কিন্তু আগাম নোটিশ ছাড়াই বা কাজের সিডিউল না দেখিয়ে এভাব দোকান ভাঙ্গা যাবে না।