রাস্তা মেরামত এবং স্ট্রিট লাইটের দাবীতে এবার মহিলাদের পথ অবরোধ পশ্চিম মেদিনীপুর জেলাী ক্ষীরপাই পুরসভায়। ক্ষীরপাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তার বেহাল দশা।একটু বৃষ্টি হলেই রাস্তায় যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষদের। শুধু রাস্তার বেহাল দশা নয় এমনকি যে স্ট্রীট লাইট রয়েছে তাও জ্বলে না বলে অভিযোগ স্থানীয়দের।
পৌরসভাকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই এবার পথ অবরোধকেই প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এলাকার মহিলারা। আজ ৪ঠা জুলাই সোমবার সকাল ৮টা থেকে রাস্তা মেরামত এবং স্ট্রিট লাইট সারানোর দাবিতে ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পথ অবরোধ করে এলাকার মহিলারা। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এই অবরোধ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ক্ষীরপাই আউটপোষ্টের পুলিশ।
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাকে এই বিষয়ে জানিয়েও কোনো কাজ হয়নি,পৌরসভা উদাসীন। ভোটের সময় আসলেই সব কিছু করে দেওয়ার আশ্বাস ভোট চলে গেলেই আর কাউকে দেখা যায় না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।পুলিশের অাশ্বাসে অবরোধ তুলে নেয় প্রতিবাদ বিক্ষোভে সামিল মহিলারা।
আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক
উল্লেখ্য, রাস্তা মেরামত এবং স্ট্রিট লাইটের দাবীতে এবার মহিলাদের পথ অবরোধ পশ্চিম মেদিনীপুর জেলাী ক্ষীরপাই পুরসভায়। ক্ষীরপাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তার বেহাল দশা।একটু বৃষ্টি হলেই রাস্তায় যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষদের। শুধু রাস্তার বেহাল দশা নয় এমনকি যে স্ট্রীট লাইট রয়েছে তাও জ্বলে না বলে অভিযোগ স্থানীয়দের। পৌরসভাকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি।
তাই এবার পথ অবরোধকেই প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এলাকার মহিলারা। আজ ৪ঠা জুলাই সোমবার সকাল ৮টা থেকে রাস্তা মেরামত এবং স্ট্রিট লাইট সারানোর দাবিতে ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পথ অবরোধ করে এলাকার মহিলারা।দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এই অবরোধ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ক্ষীরপাই আউটপোষ্টের পুলিশ। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাকে এই বিষয়ে জানিয়েও কোনো কাজ হয়নি,পৌরসভা উদাসীন।