নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৪শে জুন :রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ অটো চালকদের
কেষ্টপুর খাল পাড় এই রাস্তা ভীষন খারাপ। কোথাও বড় বড় গর্ত আবার কোথাও এক হাঁটু কাদা। আবার কোথাও কোথাও রাস্তার উপর ইট পাথর ফেলে রাখার জন্য সমস্যায় পড়তে হচ্ছে অটোচালক সহ নিত্য যাত্রীদের। সামনে বর্ষাকাল তাই দুশ্চিন্তায় অটোচালক থেকে নিত্য যাত্রীরা।
আজ ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কেষ্টপুর খাল পাড়ের বেহাল রাস্তার জন্য কেষ্টপুর তারুলিয়াতে রাস্তা অবরোধ করল অটোচালকরা। অটোচালকদের রাস্তা অবরোধে সামিল হন নিত্য যাত্রী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
ভিআইপি রোডের কেষ্টপুর থেকে খালপাড় হয়ে তারুলিয়া এবং তারুলিয়া থেকে নিউটাউন ডিএলফ পর্যন্ত অটো রুট। এই রাস্টার উপর বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্কুল রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশো মানুষ ও ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। নিউটাউনে বিভিন্ন আইটি অফিসের কর্মীরা যাতায়াত করেন। বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। আজ প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে অটোচালকরা।
রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ অটো চালকদের
রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ অটো চালকদের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram