নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, রাস্তা সারাইয়ের দাবিতে রাজারহাট রোড এর বিষ্ণুপুর বুড়ো শিবতলায় রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই অবরোধ চলছে। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ আসলে বাসিন্দারা পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায়।
বাসিন্দাদের দাবি, রাজারহাট রোড এর বিষ্ণুপুর বুরো শিবতলা থেকে লাঙল পোঁতা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ভীষন খারাপ অবস্থা। এই রাস্তার দু ধারে সাতটি গ্রাম আছে। খানা খন্দ ও বড় বড় গর্তে ভরা রাস্তা এবং প্রচন্ড ধুলোয় গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ।যেকোনও সময় দুর্ঘটনায় ঘটতে পারে। বহু দিন ধরে তারা রাস্তা ঠিক করে আর্জি জানায়।কিন্তু তা ঠিক না হওয়ায় এদিন ১০ টা থেকে রাস্তা অবরোধ করেন তাঁরা, যার জেরে ভীষন যানজটের সৃষ্টি হয় ৯১ বাস রুটের রাজারহাট বিষ্ণুপুর শিবতলা এলাকায়।