উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ১০৮ নম্বর বুথের মালিকান ঘুমটি গ্রামে বেহাল রাস্তা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তার কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল জমে রয়েছে; ফলে অসুস্থ রোগী, শিশু, প্রবীণ এবং প্রসূতি মহিলাদের চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। জরুরি পরিস্থিতিতে কাঠের দোলনায় চাপিয়ে রোগীকে যোগেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে, পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হচ্ছে।
এই সমস্যার সমাধান না হওয়ায় গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তারা অভিযোগ করেন, বহুবার ব্লক প্রশাসন ও স্থানীয় বিধায়ককে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বারবার আশ্বাস দিলেও রাস্তাটি সংস্কার হয়নি।
বিজেপির রাজ্য মিডিয়াসেলের মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, “এমন বেহাল রাস্তা আগে কখনো দেখিনি। তৃণমূল সরকারের আমলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, মানুষ নির্বাচনে জবাব দেবে।” অন্যদিকে বিধায়ক দেবেশ মণ্ডল দাবি করেছেন, “রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, বিক্ষোভের পেছনে পরিকল্পিত উস্কানি রয়েছে।”
বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা ও সাপ-পোকামাকড়ের উপদ্রবের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। এলাকার মানুষ দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন।
