তৃণমূলের ছাত্র-যুবদের উপর বিজেপি কর্মী-সমর্থকদের করা হামলার প্রতিবাদে রায়গঞ্জ শহরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল পুড়িয়ে চলে প্রতিবাদ। রায়গঞ্জের ঘড়িমোড়ে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচীতে একাধিক তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন সহ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা ব্যপক বিক্ষোভ দেখান।
শনিবার ত্রিপুরায় গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তরা। এরই প্রতিবাদে থানার সামনে রাত-ভোর অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরই তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। ওই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় যান কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খোয়াই থানায় তৃণমূল নেতৃত্ব পৌছলে আবারও থানার বাইরে বিজেপি সমর্থকদের বিক্ষোভ চোখে পড়ে। উঠে গো ব্যাক স্লোগান। কোন অপরাধে তৃণমূলের যুব নেতাদের গ্রেফতার করা হয় তা জানতে চান অভিষেক। দীর্ঘ টানাপোড়েন চলার পর অবশেষে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের।