রায়গঞ্জে শুরু শিক্ষক বুথে চলো কর্মসূচি. বছর ঘুরলেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন ঘিরি বাড়তে শুরু করেছে রাজনৈতিক তাপমাত্রা। মাঠে নেমে পড়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক দল গুলো। এদিন রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ১০ নম্বর মাডাইকুড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য সদস্যাদের নিয়ে শুরু হল “শিক্ষক বুথ চলো” কর্মসূচি।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দেবশর্মা, সংগঠনের সভাপতি গৌতম পাল, রঞ্জিত সরকার, কল্পনা বর্মন, শৈলেন রক্ষিত সহ অন্যান্যরা। পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, গ্রাম বাংলার সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতী মানুষের অর্থনৈতিক জীবনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের সময়কালে তারা ৬৪ রকম সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে।
পাশাপাশি ধর্মীয় ভাগাভাগি, উন্নয়নের মিথ্যা দোহাই দিয়ে উত্তরবঙ্গ পৃথক রাজ্য গঠন, এনআরসি, সিএএ লাগু করে মানুষকে অসুবিধার মধ্যে ফিরে যাওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। এইসব কিছু বিষয়ে লিফলেট প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেই লিফলেট নিয়ে মাড়াইকুড়ার বাড়ি বাড়ি প্রচার অভিযান চালানো হয়। মানুষের সুবিধা অসুবিধা কথা শোনা হয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। তিনি আরও জানান, মা মাটি মানুষের সরকারের বিরুদ্ধে বিরোধীদল গুলি যে অপপ্রচার করছে তাই সংগঠনের পক্ষ থেকে শিক্ষকরা বুথে বেরিয়ে মানুষের ভুলগুলোকে ভাঙবে এবং মানুষের যেখানে প্রকৃত উন্নয়ন হবে সেই উন্নয়নের সঙ্গী হবে।