রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির। শনিবার বিকালে একটি পুকুর থেকে প্রায় ৮ ফুট লম্বা কুমির উদ্ধার করে বনকর্মীরা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার মুক্তারঘেরী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কঙ্কনদিঘীর মুক্তারঘেরী এলাকার বাসিন্দা অনিল দাসের পুকুরে একটি কুমির ভাসতে দেখে স্থানীয় বেশ কিছু মানুষজন।এরপর এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।কয়েক ঘন্টা ধরে বনকর্মীরা পুকুরে জাল ফেলে কুমির টিকে জালে বন্দি করে।এরপর বনকর্মীরা কুমির টিকে উদ্ধার করে রায়দিঘী রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়।সেখানেই চিকিৎসকরা কুমিরটির পরীক্ষা নিরীক্ষা করে।
বর্তমানে কুমির টি সুস্থ আছে।তবে পাশেই মনি নদী ফলে নদী থেকেই কুমির টি চলে এমনি অভিযোগ স্থানীয় মানুষজনের।বন দফতর জানান একটি পুকুর থেকে বনকর্মীরা পারা ৮ ফুট লম্বা কুমির উদ্ধার করে।উদ্ধার হওয়া কুমির টি কে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।তবে কিভাবে কুমির টি এলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – গভীর সঙ্কটে চীনের অর্থনীতি
উল্লেখ্য, শনিবার বিকালে একটি পুকুর থেকে প্রায় ৮ ফুট লম্বা কুমির উদ্ধার করে বনকর্মীরা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার মুক্তারঘেরী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন
কঙ্কনদিঘীর মুক্তারঘেরী এলাকার বাসিন্দা অনিল দাসের পুকুরে একটি কুমির ভাসতে দেখে স্থানীয় বেশ কিছু মানুষজন।এরপর এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।কয়েক ঘন্টা ধরে বনকর্মীরা পুকুরে জাল ফেলে কুমির টিকে জালে বন্দি করে।
এরপর বনকর্মীরা কুমির টিকে উদ্ধার করে রায়দিঘী রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়।সেখানেই চিকিৎসকরা কুমিরটির পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমির টি সুস্থ আছে। তবে পাশেই মনি নদী ফলে নদী থেকেই কুমির টি চলে এমনি অভিযোগ স্থানীয় মানুষজনের।বন দফতর জানান একটি পুকুর থেকে বনকর্মীরা পারা ৮ ফুট লম্বা কুমির উদ্ধার করে।উদ্ধার হওয়া কুমির টি কে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।তবে কিভাবে কুমির টি এলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।