নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ২২ নভেম্বর, রায়দিঘী ব্রিজ সারানোর দাবিতে সকাল থেকে আন্দোলনে অবরুদ্ধ রায়দিঘী। সকাল থেকেই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে রায়দিঘীতে।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকমাস আগে রায়দিঘী ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপর ই ব্রিজের উপর ভারি যান চলাচল নিষিদ্ধ করে দেয় প্রশাসন। যান চলাচল নিষিদ্ধ করায় সমস্যায় পড়ে কণকণদিঘী থেকে দমকল বিস্তীর্ন এলাকার বাসিন্দারা। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্ধ হয়ে যায়। যাতায়াতে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। তাই তাদের দাবী, ব্রিজ দ্রুত সারিয়ে তা খুলে দিতে হবে এবং রায়দিঘী দমকল রোডও সারাতে হবে। এদিন সকাল থেকে এই দাবিতেই আন্দোলন চলছে।