রিক্সার চাকায় ওড়না আটকে ধড় থেকে মুন্ডু আলাদা হয়ে মৃত্যু হল এক মহিলার

রিক্সার চাকায় ওড়না আটকে ধড় থেকে মুন্ডু আলাদা হয়ে মৃত্যু হল এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৮ নভেম্বর ২০২০: বাস্তবে মৃত্যু কখন, কীভাবে আসবে আমাদের পক্ষে জানা সম্ভব নয় , আন্দাজ করাও যায়না। পঞ্চাশোর্ধ সাবিত্রী মিস্ত্রী তাঁর স্বামী ও বোনের সঙ্গে মোটর চালিত রিক্সায় সওয়ার হয়েছিলেন।

কে জানত মৃত্যু অপেক্ষা করছিল ক্ষণিকের জন্য।মৃত্যু যে এতো নির্মম ভাবে আসতে পারে কোন মানুষের জীবনে তা কল্পনাতীত। আচমকাই তাঁর ওড়না জড়িয়ে যায় সেই রিক্সার চাকায়। মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। ওড়না তাঁর গলায় ফাঁস হয়ে আটকে যায়।তার পর বেশ কিছুটা দূর পর্যন্ত তাঁকে হেঁচড়ে নিয়ে যায় সেই রিক্সা। ততক্ষণে সাবিত্রী মিস্ত্রী শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁর স্বামী এবং বোন দুজনেই হতথম্ব।রিক্সা যখন থামল ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
রিক্সা থামার সাথে সাথেই এক ভয়ঙ্কর দৃশ্যে আঁতকে ওঠেন সবাই। সাবিত্রী মিস্ত্রীর মুণ্ডু ধড় থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছিল।বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।ব্রক্ষ্মপুরের বাদামতলার সম্প্রীতি অ্যাপার্টমেন্টে থাকতেন সাবিত্রী মিস্ত্রী।এই ঘটনায় শোকাহত পরিবারের লোকজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top