রির্জাভারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর গাফিলতির জেরে কৃষি জমি ভাসল জলে। বিপুল ক্ষতির শিকার আলু চাষের জমি। ধূপগুড়ি শহরের ৯ নং ওয়ার্ডের ঘটনা। স্থানীয় বাসিন্দা প্রদীপ রায়ের দেড় বিঘা আলু চাষের জমির উপর দিয়ে রির্জাভারের জল বইছে।অভিযোগ রিজার্ভারের দায়িত্বপ্রাপ্ত কর্মী গত রাতে গাফিলতি করে চাবি বন্ধ না করাতেই এই বিপত্তি।যার ফলে সারা রাত জলে ভাসতে শুরু করে কৃষিজমি।
সকালে আলু গাছ জলের নীচে ডুবে যায়।এতেই জমির মালিকের আলুতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।জানা যায় ধুপগুড়ি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ রায় তিনি কয়েক বিঘা আলু লাগিয়েছেন। আজকে হঠাৎই তিনি জানতে পারেন তার আলুক্ষেতে জলে ভর্তি হয়ে গেছে। অনেক টাকা খরচ করে চড়া দামে আলু বীজ কিনে আলু লাগিয়েছেন তার উপরে ঘটনায় ব্যাপক চিন্তায় রয়েছেন কৃষক।
আর ও পড়ুন শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি
রিজার্ভার এর যান্ত্রিক গোলযোগের কারণে এ ধরনের ঘটনা বলে দাবি।জমির মালিক জানান আজকে পৌরসভার ছুটি থাকার কারণে আগামীকাল পৌরসভার দ্বারস্থ হবেন তিনি এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাবেন।
যদিও এলাকার কাউন্সিলর নমিতা রায় বলেন, জমিদাতার ছেলে হিসেবে চাকরি পায় ঐ কর্মী।
মদ্যপ অবস্থায় থাকে মাঝে মধ্যেই বলে দাবি কাউন্সিলারের।মদ্যপ অবস্থায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে।এই মুহুর্তে জমির মালিককে পুরসভার কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রির্জাভারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর গাফিলতির জেরে কৃষি জমি ভাসল জলে। বিপুল ক্ষতির শিকার আলু চাষের জমি। ধূপগুড়ি শহরের ৯ নং ওয়ার্ডের ঘটনা। স্থানীয় বাসিন্দা প্রদীপ রায়ের দেড় বিঘা আলু চাষের জমির উপর দিয়ে রির্জাভারের জল বইছে।অভিযোগ রিজার্ভারের দায়িত্বপ্রাপ্ত কর্মী গত রাতে গাফিলতি করে চাবি বন্ধ না করাতেই এই বিপত্তি।যার ফলে সারা রাত জলে ভাসতে শুরু করে কৃষিজমি।
সকালে আলু গাছ জলের নীচে ডুবে যায়।এতেই জমির মালিকের আলুতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।জানা যায় ধুপগুড়ি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ রায় তিনি কয়েক বিঘা আলু লাগিয়েছেন। আজকে হঠাৎই তিনি জানতে পারেন তার আলুক্ষেতে জলে ভর্তি হয়ে গেছে। অনেক টাকা খরচ করে চড়া দামে আলু বীজ কিনে আলু লাগিয়েছেন তার উপরে ঘটনায় ব্যাপক চিন্তায় রয়েছেন কৃষক।