বিনোদন – টলিপাড়ার দুই ডিম্পল সুন্দরীর মধ্যে রুক্মিণী মৈত্র অন্যতম। তাঁর টোল পড়া হাসি বহু মানুষের মন জয় করেছে। গ্ল্যামার, স্টাইল আর স্ক্রিন–প্রেজেন্সে তিনি আলাদা। তবে তাঁর সৌন্দর্যের সবচেয়ে বড় পরিচয় সেই মিষ্টি ডিম্পল। কিন্তু ছোটবেলায় রুক্মিণী ভাবতেন—এটাই নাকি তাঁর খুঁত! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের টোলের রহস্য ও সেই ভুল ধারণার কথা প্রকাশ্যে আনলেন তিনি।
রুক্মিণী জানান, তাঁর বাবার গালেও টোল পড়ত, তাই তিনি জন্মসূত্রে এই বৈশিষ্ট্য পেয়েছেন। কিন্তু তাঁর দাদা বছর বছর ধরে বোনকে বোঝাতেন, গালের টোল কোনও সৌন্দর্য নয়, বরং এটি ছোটবেলার দুর্ঘটনার কারণে হওয়া ‘খুঁত’। দাদার এই গল্পই ছোটবেলার রুক্মিণীকে ভুল পথে চালিত করেছিল।
দাদার বানানো সেই গল্প অনুযায়ী, রুক্মিণী নাকি ছোটবেলায় টেবিলে শুয়ে ছিল এবং দাদা স্ক্রুড্রাইভার নিয়ে কাজ করছিল। দাদা নাকি তাকে বলেছিলেন—টেবিল থেকে পড়ে গিয়ে স্ক্রুড্রাইভার গালের একদিক থেকে আরেকদিকে গিয়েছিল, তাই টোল হয়েছে! ফলে রুক্মিণী বিশ্বাস করে নিয়েছিলেন—দাদার টোল নেই, তাঁর আছে, তাই এটা দাদার ভাষায় “গালের দাগ”, খুঁত। আর সেই ভাবনায় তিনি ছোটবেলায় হাসতেই চাইতেন না।
মডেলিংয়ে আসার পরও সেই প্রভাব ছিল। রুক্মিণী বলেন, হাসার ভয়ে তিনি ফটোশুটে মুখে হাসি আনতেন না। শুধু র্যাম্প শো করতেন যেখানে স্ট্রেইট ফেস রাখা যায়। পরে বড় হয়ে বুঝতে পারেন—টোল কোনও খুঁত নয়, তাঁর সৌন্দর্যেরই অংশ।
বর্তমানে রুক্মিণী ব্যস্ত তাঁর নতুন ছবি হাঁটি হাঁটি পা-এর প্রচারে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন চিরঞ্জিত।




















