রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন নিয়ে বিশেষ বৈঠক বালুরঘাটে। মিজেলস রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাট পৌর এলাকার মধ্যে থাকা স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বালুরঘাটের সূবর্ণতট সভাগৃহে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, হু-এর কনসালটেন্ট ডাঃ অঙ্কিতা রায় জেন।
জানা গেছে আগামী ২৮শে নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর তারিখ অবধি এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলবে। ৯ মাস বয়সি শিশু থেকে ১৫ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এও জানা গেছে স্কুলগুলিতে ক্যাম্পের মাধ্যমে এই ভ্যাকসিনেশন কর্মসূচী চলবে। এদিনের বৈঠকে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের ভ্যাকসিনেশন কর্মসূচীর পূর্বে অভিভাবকদের সঙ্গে মিটিং সহ যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ জানিয়েছেন আগামীদিনে প্রত্যেকটি শিশু এবং স্কুলের ছাত্র ছাত্রীদের যাতে রুবেলা ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা তার জন্যই এদিনের এই বৈঠক। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামীতে অভিভাবকদের নিয়েও সচেতনতা সভার আয়োজন করা হবে।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
উল্লেখ্য, মিজেলস রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাট পৌর এলাকার মধ্যে থাকা স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বালুরঘাটের সূবর্ণতট সভাগৃহে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, হু-এর কনসালটেন্ট ডাঃ অঙ্কিতা রায় জেন। জানা গেছে আগামী ২৮শে নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর তারিখ অবধি এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলবে।
৯ মাস বয়সি শিশু থেকে ১৫ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এও জানা গেছে স্কুলগুলিতে ক্যাম্পের মাধ্যমে এই ভ্যাকসিনেশন কর্মসূচী চলবে। এদিনের বৈঠকে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের ভ্যাকসিনেশন কর্মসূচীর পূর্বে অভিভাবকদের সঙ্গে মিটিং সহ যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ জানিয়েছেন আগামীদিনে প্রত্যেকটি শিশু এবং স্কুলের ছাত্র ছাত্রীদের যাতে রুবেলা ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা তার জন্যই এদিনের এই বৈঠক। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামীতে অভিভাবকদের নিয়েও সচেতনতা সভার আয়োজন করা হবে।