রাজ্য – ধূসর মেঘ সরে রোদ উঠেছে দক্ষিণবঙ্গের আকাশে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ ফের দেখা মিলল ঝকঝকে রোদের। আবহাওয়া মনোরম, নেই অতিরিক্ত অস্বস্তি। তবে হালকা মেঘের আনাগোনা থাকছে, আর যে কোনও সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি, সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
উত্তরবঙ্গে আজ দুর্যোগের সম্ভাবনা নেই। আজ ও কাল হালকা বৃষ্টি হলেও, শনিবার থেকে ফের ভারী বর্ষার পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার কমলা সতর্কতা জারি হয়েছে কয়েকটি জেলায়।
সোমবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাহাড়ি নদীর জলস্তর বাড়তে পারে, ধস নামার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের পরামর্শ, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এই ক’দিন সতর্ক থাকতে হবে।
