রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর, পাঁচ ঘণ্টায় ভেঙেছে অতীতের সব নজির

রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর, পাঁচ ঘণ্টায় ভেঙেছে অতীতের সব নজির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – গত পাঁচ ঘণ্টায় টানা প্রবল বর্ষণে রেকর্ড বৃষ্টির মুখে পড়েছে শহর। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সন্ধে থেকে ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ছ’টা পর্যন্ত গড় বৃষ্টিপাত হয়েছে ২৪৭.৫ মিলিমিটার। এত কম সময়ে এত তুমুল বৃষ্টি এবং ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি শহর আগে দেখেনি বলেই দাবি বাসিন্দাদের।

পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল কোমর জলে ডুবে গেছে, একাধিক জায়গায় প্রথম তলায় জল ঢুকে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি বন্ধ হয়ে পড়েছে হুহু করে ঢোকা জলের কারণে। বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবাও।

হাওয়া অফিস ও বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের একাধিক এলাকায় ভয়াবহ বৃষ্টির পরিমাণ—
কামডহরি (গড়িয়া)- ৩৩২ মিমি,
যোধপুর পার্ক- ২৮৫ মিমি,
কালিঘাট- ২৮০.২ মিমি,
তপসিয়া- ২৭৫ মিমি,
বালিগঞ্জ- ২৬৪ মিমি,
চেতলা- ২৬২ মিমি,
চিংড়িহাটা- ২৩৭ মিমি,
মোমিনপুর- ২৩৪ মিমি,
পামার বাজার- ২১৭ মিমি,
ধাপা- ২১২ মিমি,
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিমি,
উল্টোডাঙ্গা- ২০৭ মিমি,
কুদঘাট- ২০৩.৪ মিমি,
পাগলাডাঙ্গা (ট্যাংরা)- ২০১ মিমি,
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬ মিমি,
ঠনঠনিয়া- ১৯৫ মিমি।

এই রেকর্ড বৃষ্টিতে শহরের স্বাভাবিক জীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পুজোর আগে এমন জলাবদ্ধতায় প্রশাসনের প্রস্তুতি নিয়েও উঠছে প্রশ্ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top