রেজিনগর থানার নাজিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মৃত ছাত্রীর বাবার অভিযোগ,রাতে বাড়ির দ্বিতীয় তলায় থাকা মেয়ের ঘরে ঢুকে মেয়ের সঙ্গে আপত্তিকর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে যুবক। ছবি ভাইরাল হতেই লজ্জায় আত্মঘাতী হন তার মেয়ে। বেলডাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের মৃত ছাত্রী নাম রিঙ্কি খাতুন (বয়স ২২)। রেজিনগর থানায় প্রতিবেশী যুবক মাসুম শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের বাবা আবু তাহের শেখ।
এইবিষয়ে রেজিনগর থানার একজন আধিকারিক জানান, অভিযুক্ত পলাতক। তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে, পিঙ্কি খাতুনের বিয়ের ঠিক হয়েছিল তার এক আত্মীয়ের সঙ্গে। কিন্তু অভিযুক্ত যুবক পিঙ্কিকে বিয়ের প্রস্তাব দেয়। পিঙ্কি প্রত্যাখ্যান করলে তার বিয়ে কি করে হয় তা দেখে নেওয়ার হুমকিও দেয় সে। তাই যখন পিঙ্কি তার ছোট ভাই বোনদের সঙ্গে ঘরে শুয়ে ছিল তখন অভিযুক্ত যুবক কোন রকমে ঘরে ঢুকে পিঙ্কির সঙ্গে জোর করে আপত্তিকর ছবি তোলে এবং তাকে ধর্ষনও করা হয় বলে অভিযোগ বাড়ির লোকজনের। সেই ছবি প্রথমে মেয়ের হবু স্বামীর মোবাইলে ও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।মঙ্গলবার ছবি ভাইরাল হতেই নিজের ঘরের সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে ঝুলে পড়ে সে। রেজিনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মঙ্গলবার সন্ধ্যায় রেজিনগর থানায় ধর্ষনের মামলা রুজু করেন মৃতার বাবা আবু তাহের শেখ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে এলাকায়।