৪জুলাই ২০২১: অরিন্দ-সায়ন্তনী সামাজিক ভাবে বিয়ে করেছেন ঠিক এক বছর আগে। ২ জুলাই, ২০২০। কিন্তু তখন রেজিস্ট্রি বিয়ে করেননি তাঁরা।

এক বছর পরে প্রথম বিবাহবার্ষিকীর দিন বিয়ের রেজিস্ট্রেশন করে ফেললেন এই জুটি।এক বছর আগে বিয়ের খবর সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছিলেন অরিন্দ।

বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘নতুন যাত্রা শুরু করলাম। আশা করছি আমরা স্বচ্ছন্দে একসঙ্গে এগিয়ে যেতে পারব’। এক বছর পর আইনি বিয়ের অনুষ্ঠানেও অনেকটা বিয়ের মতো করেই সেজেছিলেন দম্পতি। জাম রঙা বেনারসী, সোনার গয়না, ফুলের সাজ ছিল সায়ন্তনীর। অন্যদিকে অরিন্দর পরনে ছিল পাঞ্জাবি।