রেল লাইনের ধার থেকে রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার থানার মঙ্গলবাড়ী রেলগেট এলাকায়। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল পেশায় লরির খালাসী দেবনাথ ঘোষ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈইহাট্টা এলাকায়। বুধবার সকালে মঙ্গলবাড়ী রেলগেট এলাকার কিছু মানুষ ওই ব্যক্তির দেহ থেকে পড়ে থাকতে দেখে। এরপর খবর দেওয়া হয় পুরাতন মালদা থানায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
মৃতের বাবা শঙ্কর ঘোষের বক্তব্য, তার ছেলে দেবনাথ ঘোষের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়ে থাকতে পারে । এই ঘটনায় পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।
পুলিশ জানিয়েছে, কি কারনে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, তা ময়নাতদন্ত রিপোর্টের পরই জানা যাবে । তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
আর ও পড়ুন ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা
উল্লেখ্য, রেল লাইনের ধার থেকে রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার থানার মঙ্গলবাড়ী রেলগেট এলাকায়। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল পেশায় লরির খালাসী দেবনাথ ঘোষ (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈইহাট্টা এলাকায়। বুধবার সকালে মঙ্গলবাড়ী রেলগেট এলাকার কিছু মানুষ ওই ব্যক্তির দেহ থেকে পড়ে থাকতে দেখে।
এরপর খবর দেওয়া হয় পুরাতন মালদা থানায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মৃতের বাবা শঙ্কর ঘোষের বক্তব্য, তার ছেলে দেবনাথ ঘোষের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়ে থাকতে পারে । এই ঘটনায় পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, কি কারনে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, তা ময়নাতদন্ত রিপোর্টের পরই জানা যাবে । তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।