রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার তারিখ ঘোষণা

রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার তারিখ ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রেলওয়ের

রেলওয়ের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর প্রবেশপত্রের প্রয়োজন হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে পরীক্ষার ৪ দিন আগে প্রবেশপত্র দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, RRB গ্রুপ ডি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি, ২০২২ থেকে একাধিক ধাপে অনুষ্ঠিত হবে।

 

নিয়োগ পরীক্ষায় ১ কোটিরও বেশি প্রার্থী আবেদন করেছেন। যেসব প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে, তাদের আবেদন পরিবর্তনের সুযোগ দিয়েছিল বোর্ড। এই লিঙ্কটি ১৫ ডিসেম্বর থেকে চালু হয় এবং ২৬ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪,৮৫,৬০৭টি আবেদন খারিজ করা হয়েছে। বোর্ড এখন সব আবেদন চূড়ান্ত করেছে এবং পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তুত।

 

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? প্রার্থীকে প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in-এ ক্লিক করতে হবে। ওয়েবসাইটে দেওয়া প্রবেশপত্রের লিঙ্কে ক্লিক করুন। প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য অনুরোধকৃত তথ্য জমা দিন।

 

প্রার্থীদের RRB গ্রুপ ডি অ্যাডমিট কার্ড 2022 স্ক্রিনে থাকবে। এটি ডাউনলোড করুন এবং একটি প্রিন্ট আউট করে নিন। প্রথম পর্বে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইলে তথ্য পাঠানো হবে। প্রবেশপত্র সংক্রান্ত যে কোনও বিজ্ঞপ্তি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, rrbcdg.gov.in-এ জারি করা হবে।

 

আর ও পড়ুন    বিহারে খুন মালদার পরিযায়ী শ্রমিক

 

গত বছরের ডিসেম্বরে রেলের তরফেও জানানো হয়েছিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষা হয়ে যাওয়ার পর হবে আরআরসি গ্রুপ ‘ডি’ পরীক্ষা। উল্লেখ্য, ২০১৬ সালের অ্যাপ্রেন্টাইস অ্যাক্ট অনুযায়ী, রেলওয়েতে লেভেল-১-এ ১.০৩ লাখের মধ্যে ২০ শতাংশ পদ শিক্ষানবীশদের জন্য সংরক্ষিত রাখতে হয়।

 

২০১৮ সালে রেলের গ্রুপ-ডি পরীক্ষায় ১,২৮৮ জন শিক্ষানবীশ সুযোগ পেয়েছিলেন। জেনারেল ক্য়াটেগরির গরিব প্রার্থীদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বন্দোবস্ত আছে। যে প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন, তাঁরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top