রেললাইনের উপর ট্রাককে ঘষতে ঘষতে নিয়ে গেল ট্রেন, ভয় ধরানো ভিডিও ভাইরাল ইন্দোনেশিয়ায়

রেললাইনের উপর ট্রাককে ঘষতে ঘষতে নিয়ে গেল ট্রেন, ভয় ধরানো ভিডিও ভাইরাল ইন্দোনেশিয়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – রেললাইনের ধারে দাঁড়ানো একটি ট্রাক মুহূর্তের ভুলে রেল দুর্ঘটনার শিকার হলো। ট্রাকটির কিছু অংশ ছিল রেললাইনের উপর, আর ঠিক তখনই তীব্র গতিতে ছুটে আসছিল একটি ট্রেন। হর্ন বাজিয়েও ট্রাক সরানো সম্ভব হয়নি। ফলস্বরূপ, ধাক্কা লাগে ট্রেন ও ট্রাকের। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ট্রেনটি ট্রাকটিকে কয়েক মিটার পর্যন্ত রেললাইনের উপর ঘষতে ঘষতে এগিয়ে নিয়ে যায়। এই ভয় ধরানো ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘আদ্রিয়ান (NewMetro95_)’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, রেললাইন দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেনটি, আর পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রাক। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের উপর উঠে পড়ে এবং ট্রেনের সঙ্গে বেশ কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় সেটিকে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সেমারাং তাওয়াং-আলাস্তুয়া লাইনে মঙ্গলবার রাত প্রায় ১০টার সময়। ট্রেনটি তখন সেমারাং স্টেশন থেকে সুরাবায়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে এই দুর্ঘটনা। সৌভাগ্যক্রমে, ট্রাকচালক গুরুতর আহত হননি।

তবে ধাক্কায় ট্রাকটি সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং ট্রেনের সামনেও ক্ষতি হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ভয়ঙ্কর দৃশ্যের এই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল, আর তা দেখে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও আলোড়ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top