নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৩ ডিসেম্বর, রেল লাইনের রাস্তা পারাপার হতে গিয়ে টোটো উল্টে বিপত্তি। গুরুতর আহত হন তিন যাত্রী। তার জেরেই সকাল থেকে উত্তেজনার সৃষ্টি রেল লাইন চত্বরে। রেল লাইনের উপর রাস্তা খারাপ এর জন্যই এমন ঘটেছে, সকাল থেকেই রেল অবরোধ করে স্থানীয় মানুষজন। রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘুটিয়ারি শরিফ গাঁথি রেল গেটের কাছে রেল অবরোধ করে স্থানীয় মানুষজন।
প্রায় 30 মিনিট বন্ধ হয়ে যায় রেল চলাচল। বিপাকে পরে রেল যাত্রীরা। এরপর আধিকারিক ঘটনাস্থলে গিয়ে দ্রুত রেললাইনের রাস্তা মেরামতের আশ্বাস দিলে রেল অবরোধ উঠে যায়।আপাতত স্বাভাবিক ট্রেন চলাচল।