রেলস্টেশন থেকে বছর তিনেকের একটি শিশুকে উদ্ধার করলো রেল পুলিশ।বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়া রেল স্টেশনে। উদ্ধার হওয়া শিশুর নাম পুষ্প রায়,
সূত্রের খবর,ফুলিয়া স্টেশনে বুধবার সন্ধ্যায় একটি শিশুকে বসে কাঁদতে দেখে কিছু রেলযাত্রী।তারা শিশুটির কাছে তার নাম ও ঠিকানা জানতে চাইলে কিছুই বলতে পারেনি ওই শিশু।এর পরই রেলযাত্রীরা রেল পুলিশ কে খবর দিলে পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে শান্তিপুর আরপিএফ অফিসে নিয়ে যায়|পরে রেল পুলিশ এর তরফে চাইল্ড লাইনে যোগাযোগ করে তাঁদের হাতে বাচ্চাটাকে তুলে দেওয়া হয়।শিশুটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে শিশুটির নাম পুষ্প রায়,বাবা রামপ্রসাদ রায় ও মায়ের নাম গোপা রায় |তবে ঠিক কোথায় তার বাড়ী, সেই প্রসঙ্গে কিছুই বলতে পারেনি শিশুটি।শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দিতে তার ঠিকানার সন্ধান চালাচ্ছে পুলিশ।
রেলস্টেশন থেকে বছর তিনেকের একটি শিশুকে উদ্ধার করলো রেল পুলিশ
রেলস্টেশন থেকে বছর তিনেকের একটি শিশুকে উদ্ধার করলো রেল পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram