নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ ডিসেম্বর, ফের উড়ালপুর ব্রিজে পথ দুর্ঘটনা।ব্রিজ থেকে নিচে পরে মৃত্যু হল এক বাইক আরোহীর।শনিবার রাতে এক গাড়ির ধাক্কায় রেলিং টপকে উড়ালপুর থেকে ছিটকে পড়ে মৃত্যু হল ওই বাইক চালকের।দুর্ঘটনার দৃশ্য দেখে রীতিমত আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তীব্র আওয়াজে ছুটে আসে সকলেই সেখানে, দাঁড়িয়ে যায় বাকি যানবহন।প্রথমে বুঝে উঠতে পারে না তারা পরে এরূপ ভয়ানক ঘটনাকে চোখের সামনে দেখে রীতিমত ভয় পেয়ে যায় অনেকেই।
স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের দিক থেকে পিটিএসের দিকে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ৩০ থেকে ৩২ বয়সের কমল সিং নামে ওই ব্যক্তি। রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি গাড়ি, বাইকের গতিবেগও কিছুটা বেশি ছিল। হঠাৎ বাইক ও গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে মোটরবাইকটি তারপর রেলিং টপকে উড়ালপুর থেকে মোটরবাইক সহ ছিটকে পড়েন তিনি। ক্ষতবিক্ষত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক চালককে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যায়। যদিও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির কাছে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। যা থেকে জানা গিয়েছে মৃতের নাম ও বয়স।জানা গিয়েছে তিনি খিদিরপুর এলাকার বাসিন্দা।